আঁকাবাঁকা রাস্তার মত হেঁটে চলছ তুমি-
পাহাড়ী লতার মত দুলছে
তোমার লাল ওড়না।
চিন্তায় আতঙ্কিত রাস্তার সকল লোকজন-
একি ফ্যাশন,না কোনো বিপদ সংকেত,
আমি এত কিছু বুঝিনা-
এভাবে লোকজনকে আতঙ্কিত না রেখে নিজেকে একটু গুছিয়ে রাখলে হতো না ??
আঁকাবাঁকা রাস্তার মত হেঁটে চলছ তুমি-
পাহাড়ী লতার মত দুলছে
তোমার লাল ওড়না।
চিন্তায় আতঙ্কিত রাস্তার সকল লোকজন-
একি ফ্যাশন,না কোনো বিপদ সংকেত,
আমি এত কিছু বুঝিনা-
এভাবে লোকজনকে আতঙ্কিত না রেখে নিজেকে একটু গুছিয়ে রাখলে হতো না ??
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this poem.
এখানে এপর্যন্ত ৫৮টি মন্তব্য এসেছে।
অনবদ্য রূপক কবিতা।
শুভ কামনা রইল প্রিয়কবি।
অসম্ভব সুন্দর কবিতা, মনোমুগ্ধকর আবেশ আছে পাঠে ।
মুগ্ধতা রেখে গেলাম ।
শুভকামনা রইল প্রিয় কবি।
দারুণ সমকালীন ভাবনা। শুভেচ্ছা প্রিয় কবিকে।
চিন্তা উদ্রেককারী বিষয়। শুভকামনা সতত, সম্মানিত কবি।
কবিতাটি লাল ওড়না
তবে হৃদয়ে জাগিয়েছে মোহনা।
শুভ কামনা রইলো কবি
এভাবে লোকজনকে আতঙ্কিত না রেখে নিজেকে একটু গুছিয়ে রাখলে ক্ষতি কি?? - প্রিয় কবি আমি এতো মুগ্ধ - এই পঙক্তিটা কি এভাবে করে দেয়া যায় - "এভাবে লোকজনকে আতঙ্কিত না রেখে নিজেকে একটু গুছিয়ে রাখলে হতো না??" - এটাতে শেষটা দারুন অন্তমিলে শেষ হয়! - পড়ে ভেবে দেখুন।
পাহাড়ী লতার মত দুলছে তোমার লাল ওড়না। - এই তো চাই আমি এখন প্রিয় কবির কাছে!! কি উপমা! পরের পঙক্তি পড়েই আমি আবার প্রথম থেকে পড়লাম! এটা তো আমার ট্রেডমার্ক - হাততালি কবিতা! জোরসে হাততালি হবে প্রিয় কবির জন্য। অল্পতে এবং কি অনবদ্য পঙক্তিতে সমাজের শিষ্টতা কি বুঝিয়ে দিলেন!! মুগ্ধ! মুগ্ধ! মুগ্ধ!! সালাম তোমায় প্রিয় কবি। অশেষ শুভেচ্ছা প্রিয় কবি। অপূর্ব এক কবিতা পাঠ করলাম।
বেশ ভাবনার রূপক।
জীবনের পথ আঁকাবাঁকা হলে বেশী দিন স্থায়ী হয় না।
আন্তরিক শুভেচ্ছা রইল কবি।
অপূর্ব-- এই একটি কথাই যথেষ্ট
মনমুগ্ধকর উপস্থাপন
শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর প্রিয় কবি
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়।
আকর্ষণ বাড়ানোর জন্য লাল ওড়না,
লাস্যময়ীর হাল ফ্যাশানের ছলনা।
দারুণ লিখেছেন।সদা ভালো থাকুন।শুভেচ্ছা ও শুভকামনা রইল চিরন্তন প্রিয় কবি।
রূপকসমৃদ্ধ অসাধারণ কবিতা
পড়ে খুব ভালো লাগলো
শুভেচ্ছা রইলো প্রিয় কবি
সামান্যে অসামান্য
এই তো কবির ধরন,
অভিনন্দন রইলো আমার
গ্রহণ তাকে করুন।
খুব ভালো থাকবেন কবি বন্ধু।
অপূর্ব শিক্ষামূলক কবিতা।
সুন্দর বর্ণনা দিলেন।মুগ্ধ হলাম।
খুব খুব ভালো লাগল প্রিয় কবি।
বিপ্লবী শুভেচ্ছা রইল আপনার তরে।
অনেক সুন্দর। দারুণ রোমান্টিক।
আতঙ্কিত হওয়ার কিছু নেউ।
যদি সে তরুণী হয় তবে হয়তো বা
সবার মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে!
দারুন কাব্যিকতায় মুগ্ধ হলাম।
শুভ কামনা রইল প্রিয় কবি।
যথার্থ বলেছেন প্রিয় কবি।
এক উপদেশে সকল সমস্যার সমাধাণ।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন।
কঠিন হাতুরি পেটালেন কবি।।। অসাধারণ লিখেছেন ভীষণ ভালো লাগলো।। অনন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইল প্রিয় বরেণ্য কবি ভালো থাকবেন সব সময়।।
এক্কেবারে ঠিক জায়গায় হাত দিলেন প্রিয় কবি! অপূর্ব লেখনী।
খুবই ভাল লাগল লাল ওড়না,মুগ্ধতা রেখে গেলাম।
রূপকে, কত কথা, যার যেমন ব্যাখ্যা, "লাল ওড়না" ।
সুন্দর কাব্যশৈলীতে মুগ্ধ -এক রাশ ।
ভাল থাকবেন প্রিয়কবি , শুভেচ্ছা অসীম ।
বিপদ সংকেত কবি!
তবেই তো সে "লাল ওড়না"! বিপদের সঙ্কেত তো আছেই, যেরকম তার গতি। খুবই সুন্দর ছোট্ট র মধ্যে একটি বড়ো প্রকাশ।
অনন্য ভাবনার প্রতিফলন ।দারুণ অর্থবহ ।শুভেচ্ছা রইলো প্রিয় কবি ।
সুন্দর রূপকে আবেগময় অনুভুতির কবিতা,ভাল লাগলো ,শুভেচ্ছা রইল
সত্যই সুন্দর ভাবনায় বলেছেন কবি দা----------
ঠিক আছে প্রিয় কবি। আমি তাকে বলে দি যে কাল থেকে সবুজ ওড়না সে যেন ব্যাবহার করে। হাঃ হাঃ। হার্দিক শুভকামনা রইল ।
বাহ, ভীষণ মুগ্ধকর।
শেষের কথাগুলো মনে দাগ কাটলো। ভালো থাকুন। সম্মানিত ও প্রিয় কবিকে জানাই অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা।
বাহ্! খুব সুন্দর তো! শুভ কামনা রইল নিরন্তর।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.