নীরব প্রকৃতি আলো আঁধারের নিস্তব্ধ খেলা
বিভীষিকাময় একটি কালো রাতে,
জারজ সন্তানদের নোংড়ামির মিলন মেলা
খাঁটি জন্মদোষে ভন্ডামিতে মাতে।


ধ্বিক্কারে ভরপুর তোরা দেশের নাকি লোক
লজ্জিত আমি তাই গলায় দিলাম ফাঁস,
ভয়ঙ্কর পঁচিশে মার্চ আমার বন্ধ দুটি চোখ
চোখ মেললেই ভাসে লাশ আর লাশ।