সেদিন ঝড়ের রাতে সুন্দরবনের গভীরে
তুমি একমুঠো হাসি খুঁজতে গিয়েছিলে,
চোখের আলো তোমার যখন তেল বিহীন-
হ্যারিকেনের মত নিভু নিভু করছে,
আমি তখন দেখেছি তোমার ছটফটানি।
আমার হাসিটুকু তোমাকে দিতে চেয়েছি-
তুমি তা অবহেলা করে গ্রহণ করোনি।
সন্ধ্যাতারা ঝরে পড়েছিল রাতে,
ছিল চাঁদের ঝলমলে আলো,
তুমি হয়ে গেলে নিরুদ্দেশ।
পত্রিকার প্রথম পাতায় বিজ্ঞাপন দিয়েও-
পাইনি তোমার কোন খোঁজ।
খোঁজ পাইনি সেই হাসিরও।
শুধু রয়ে গেল আমার মায়াবী হাসি।
যা তুমি অবহেলা করে ফেলে গিয়েছিলে।