আমি তাকালেই যদি তুমি লজ্জা পাও,
তবে বুঝে নেব তুমি ভালবেসেছ।
আকাশ থেকে অঝোরে যদি বৃষ্টি ঝরে,
তবে বুঝব তুমি অনেক কষ্টে কাঁদছ।
যদি দেখি আকাশে তারা মিটিমিটি জ্বলছে,
তবে বুঝে নেব তুমি প্রাণ খুলে হাসছ।
আর যদি দেখি কখনো নীরবে বসে আছ,
তবে বুঝব তুমি আমার কথাই ভাবছ।
আর যদি কখনো পাখির সু-মধুর কন্ঠ শুনি,
তবে বুঝে নেব তুমি আমাকে ডাকছ।
আকাশে যদি এক জোড়া পাখি উড়তে দেখি,
তবে অনুভব করব সে তুমি আর আমি।
যদি দেখি আকাশে রোদ ঝলমল করছে,
তাহলে বুঝব তা তোমারি মায়াবী ঝিলিক।


------------------
০১/০১/২০০১ইং
রাত-৮.০০টা
পন্ডিতপুর