মা তুমি অনেক অনেক ভাল-
                      আমায় কত আদর করো,
কোলে তোলে বুকের মাঝে-
                      জড়িয়ে তুমি ধরো।
একটুখানি জ্বর হলে মা-
                      চেপে ধর বুকে,
হাত রাখিয়া কপালেতে,
                      তাকিয়ে থাক মুখে।
এত আদর কেন কর আমায়-
                      প্রশ্ন করি মাকে,
আমি যদি মরে যাই মা-
                      করবে আদর কাকে?
এই কথা বলার পর মা-
                      চেপে ধরে মুখ,
নদীর জলেতে ভাসছে নয়ন-
                      ফাটছে মায়ের বুক।
কেঁদে কেঁদে বলে মা লক্ষীসোনা-
                   এমন কথা বলিসনারে আর,
তোকে আমার কাছথেকে কেড়ে নেওয়ার-
                   দুনিয়ায় সাধ্য আছে কার।
তোকে রাখতে বুকের মাঝে-
                   বেধেঁছি আমি ঘর,
যতদিন থাকবো বেঁচে-
                   তোকে করব যে আদর।



---------------------
০৩/০৫/২০০৫ইং..
বিকাল৩.৪৫মি.
দশালিয়া