ফুল ফোটে আবার ঝরে পড়ে-
গাছ কখনো তাকে আগলে রাখতে পারেনা,
আকাশের বুক থেকে নক্ষত্রও-
হারায় আকাশও আগলে রাখতে পারেনা।
বৃক্ষের ছায়াকেও মাটি ধরে রাখে-
রৌদ্র না থাকলে তাও মিলিয়ে যায়,
শিশির কণাকে ঘাসও আগলে রাখে-
অতঃপর তাও এক সময় হারিয়ে যায়।
মা'ও সন্তানকে বুকে আগলে রাখে-
তা কখনোও মিলিয়ে যায় না কোন কালে,
তা কখনোও হারিয়েও যায় না কোন কালে।