আমার বাবা মহান বাবা বুঝতে বাকী নাই,
বাবার মুখটা দেখলে সকল শান্তি খুঁজে পাই।
সাতটি নদী পাড়ি দিলাম-
গ্রাম ছেড়ে শহর এলাম,থাকি অনেক দূরে,
তোমায় মনে পড়ে বাবা,তোমায় মনে পড়ে।


একটুখানি সময় পেলেই গ্রামে ফিরে যাই,
আমায় পেয়ে বাবা বলে আনন্দে লাফাই।
এটাই আমার বড় পাওয়া আর কিছু না চাই,
বাবার মুখে দেখলে হাসি দুঃখ ভূলে যাই।


হাসবে বাবা সারাজীবন এইটুকুই চাওয়া,
জীবন হবে পরিপূর্ণ,হবে সবি পাওয়া।
আল্লাহ যেন বাবাকে সদা ভাল রাখে,
দুঃখ যেন সর্বদা বহু দূরে থাকে।
আমার সকল এগিয়ে চলায় বাবার অবদান,
বুকের ভিতর বাবা আমার অদৃশ্য এক প্রাণ।


-------------------
০৫/০২/২০২০ইং
সকাল-৮.১৫মি.
নারায়ণগঞ্জ