আমি কবিতার মধ্যেই ছিলাম,
কবিতার মধ্যেই আছি-------
মাঝখানে হয়তো কেটেছে কিছুটা সময়,
এর চেয়ে বেশী কিছুই নয়।
একটু ব্যস্ততা একটু সময়ের স্বল্পতার জন্য,
লিখিনি কবিতা মনে হচ্ছে,জীবনটাই শূন্য।
আমি আছি কবিতায়,থাকব কবিতায়,
লিখে যাব শুধুই প্রিয়দের উৎসাহের আশায়।


ভাল লাগা মন্দ লাগা সবি লিখব আমি,
কতটুকু ইচ্ছা মনে জানে শুধু অন্তর্যামী।
প্রিয়দের কবিতা পড়ে যে উৎসাহ পাই,
ততটুকু নিয়েই লিখতে চেষ্টা করে যাই।
যতটুকু আছে আমি দেব উজার করে,
মানুষ যেন মনে রাখে আমি মরার পরে।
আমার ধ্যান আমার লিখা আমার সবি-তা,
প্রতিদিনই লিখে যাব আমি,মনের কবিতা।