আমি নাকি দেশের সৌন্দর্য্য-
এক সময় মানতাম,
ছিল একটা সুন্দর রূপ।
তোমাদের জন্য,দেশের জন্য,
কত কি করেছি তা তোমাদের জানা।
আমাকে ব্যাবহার করে-
কত সৌন্দর্য্য ফুটিয়ে তুলেছ,
আমি কি কখনো বাঁধা দিয়েছি-?
আমায় ব্যবহার করে কত কি পরিষ্কার করেছ,আমি কি কখনো না করেছি,
কত নোংড়া কাজে আমাকে অপবিত্র করেছ,
তোমাদের ভাল ভেবে সব মেনে নিয়েছি,
আরো কত কিছু,এগুলো নাহয় থাক।
মাঝে মধ্যে তোমরা আমায় সর্বনাশা বল,
আমি সবকিছু ভেঙ্গে নিয়ে যাই,
এটা তোমাদের অসচেতনতার জন্য আমি নিজেকে শেষ করে দেই,
একবারও তো ভাবোনা আমাকে তোমরা কত জায়গায় নিঃশ্বেষ করে দিচ্ছ,
পিপাসিত করে নির্মম ভাবে হত্যা কর,
কই আমি তো কোন প্রতিবাদ করিনা,
কত নোংড়া জিনিস আমার পেটে রেখে দিচ্ছ বছরের পর বছর,
করে যাচ্ছ অবহেলা,বুঝবে একদিন বুঝবে,
আজ বলছি আমি বাঁচলে তোমরা বাঁচবে,
আমি মরলে জীবনের সবচেয়ে বড় ক্ষতি হবে তোমাদেরই,
তাই তোমাদের স্বার্থের জন্যই বলছি আমাকে নষ্ট করোনা,
তোমরাও বাঁচো,আমাকেও বাঁচাও।