মাটির নিচে আজ যাদের বসত ভিটা,
তাঁদেরও হয়তো অনেক আশা ছিলো..;
ছিলো ভাল মন্দ,যেমনই হোক না কেনো..
তাঁদের আশাগুলো হয়তো নিষ্পাপ ছিলো..
বুক ভরা আশা রেখেই তাঁরা আজ কবরে..


কোথায় আছে আজ তাদের নিষ্পাপ
আশাগুলো?
অনেক যত্নে যা বুকের মাঝে সাজিয়েছিলো তারা;
বহু মানুষ এভাবে হাজারো আশা রেখে চলে যায়;


আমিওতো একদিন চলে যাব,মাটির নিচে!
অনেকে কাঁদবে,
সাথে কাঁদবে আমার নিষ্পাপ আশাগুলোও।
তবে কি আমার নামটাও তাদের সাথে----
অনেক স্বপ্ন আমার সাজাবো যে আশাগুলো.
নিজের মতো করে ! কবিতার মতো করে..