আমি যদি পেতাম খুঁজে সুখ পাখির দেখা,
নতুন করে তৈরী হত আমার ভাগ্যরেখা।
অচিন দেশের অচিন পুরে থাকে সুখ পাখি,
কাছে পাওয়ার জন্য তাকে মিষ্টি সুরে ডাকি।
তারই আশায় চেয়ে চেয়ে দিবানিশি থাকি,
শূন্য বুকে বাঁধবে বাসা সেই স্বপ্নই আঁকি।
তুমি ছাড়া আমার বুকটা শুভঙ্করের ফাঁকি,
কাছে এসে দাওনা দেখা অচিন সুখ পাখি।