অদৃশ্য আগুন হৃদয়ভূমিতে সদা জ্বলে
তীব্র উত্তাপে গলে যায় আশা,
দিয়াশলাইর কাঠি দিয়ে ছলনার ছলে
পুড়িয়ে দিলো কাঁচা ঘর খাসা।


চারদিকে অদৃশ্য আগুনের পাহাড়ে ঘেরা
স্বপ্নগুলো পারেনিতো পালাতে,
যন্ত্রণার আগুনে পুড়ে ভাবনা মোর সেরা
তবুও মনটা পারেনি জ্বালাতে।