অপেক্ষা শুধুই অপেক্ষা,
তোমাকে ভালোবাসি বলে----
অপেক্ষা সমুদ্রে তলদেশে যাওয়ার
অপেক্ষা উত্তপ্ত আগ্নেয়গিরির উপরে হাটার
অপেক্ষা উল্কা হয়ে মাটিতে খসে পড়ার।
জানালার গ্রিল ধরে অপলক তাকিয়ে থাকার।
শুধু তোমাকে ভালবাসি বলে----
অপেক্ষা শুধুই অপেক্ষা
দুটি চোখ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে,
ডাইরির পাতাগুলো কলমের স্পর্শ থেকে বঞ্চিত,
হয়নি নতুন কোন কবিতা লেখা।
তুমি নেই বলে সবই আছে থেমে,
অপেক্ষা উত্তাল সমুদ্রের ঢেউয়ে সাঁতার কাটার,
অপেক্ষা রঙ্গিন একটা স্নিগ্ধ সকালের,
শুধু তোমাকে ভালোবাসি বলে
অপেক্ষা শুধুই অপেক্ষা।