অপরূপা তুমি অপরূপ তোমার সাজ,
যেন বিধাতার নিজের হাতের কাজ।
তোমার রূপের মায়া জালে,
আমায় বাঁধলে সেই বাঁধনে,
রূপগুনা অপরূপা সেই তুমি
তোমাকে দেখলেই মনে হয়,
তোমার রূপের মধ্যে ডুবে আছি আমি
তোমার প্রেমের কি খেলা,
আমাকে আকুল করে মনে দেয় দোলা।
রূপগুনের সেই ফুল তুমি,
যার সুগন্ধে মাতাল হই আমি।
আমি জানি ভালবাসা খেলা নয়,
তাইতো তোমাকে কাছে পেয়েও
আমার লাগে এত ভয়।
হারিয়ে যাবেনা তুমি কখনো
আমার এই মন থেকে,
যেখানেই থাক অপরূপা
দিলাম তোমায় বুকের মধ্যে রেখে।