দুনিয়াতে আছে বহুরকম পাজী,
               জনসম্মুখে থাকে ভাল সাজি।
অকাজের বেলায় সেইরকম কাজি,
        কোন একসময় মনকে করে রাজি।
টাকার গরমে জীবন রাখে বাজি,
             হজ্জ্ব করে নামে লাগায় হাজী।


পোশাক দেখিয়ে বলে করে এসেছি হজ্জ্ব!
মিথ্যা বলে বুঝায় যে তা বলা খুব সহজ!
একবার ভাবেনা যে মিথ্যা না বলা ফরয!