ব্যাঙ যখন ডাকে বাবা গাল কেন ফুলে,
হুজুর কেন হাবু মিয়ার কান দিল মুলে।
গরুর লেজ কেন বাবা পিছন দিকে থাকে,
প্রতিদিন সকালে কেন মোরগ খানি ডাকে।
পুকুরেতে হাঁস কেন দলবেঁধে যায়,
জোর করে প্রতিদিন খাওয়ায় কেন মায়।
লাল শাকের ভিতরে রক্ত কেমনে থাকে,
দাদা কেন ঘুমের ঘরে এত নাক ডাকে।
কেমন করে মাছেরা পানির নিচে বাঁচে,
ছোট্র টিভির ভিতরে মানুষ কেমনে নাচে।
ঘড়ি কেমনে সারাক্ষণ একা একা চলে,
দাদী কেন আমাকে বাচাল ছেলে বলে।
আরো কত প্রশ্ন করে আমার পাকনা খোকা,
এসব আজব প্রশ্নে আমি সারক্ষণ হই বোকা।