আমি যখন ছোট্র ছিলাম-
স্বপ্নে ভাবতাম রাতে,
ঐ আকাশে ঘর বাধিঁবো-
থাকব পরীর সাথে।
হারিয়ে যাব মধ্যরাতে-
ঐ তারাদের মেলায়,
ভিনগ্রহের প্রানীর সাথে-
মাতবো নতুন খেলায়।
নীল পরীদের রাজা হয়ে-
করবো রাজ্য শাসন,
সব পরীরাই মুগ্ধ হয়ে-
শুনবে আমার ভাষন।
সব পরীকেই শিক্ষা দেব-
আমার মায়ের ভাষা,
স্বপ্নটুকু সত্যি হলেই-
পূর্ন হবে আশা।