জীবন এক স্বার্থপরতার প্রতিচ্ছবি,
যে জীবনে প্রেম আসে সে জীবনকে বলা হয় অবিশ্বাসের এক ব্যাস্ত নদী-
অবিশ্বাসের পথ ধরে চলছে তো চলছেই,
যখনি সে হোঁচট খায় তখনি তার নাম হয়- ভন্ড,বেঈমান,প্রতারক সহ আরো অনেক নোংড়া উপাধী-
সঠিক হিসাব করলে দেখা যায় স্বার্থপরতার জন্য বেশীর ভাগ ক্ষেত্রেই দায়ী হয় মেয়েরা,
আর এসব নোংড়া উপাধী নিয়ে ছেলেরা ঘুরে বেড়ায় সারা জীবন,একেবারে জীবনের নষ্ট প্রান্ত পর্যন্ত আর মেয়েরা-
কিছু দিন পরেই অন্য কারো কাছে-
ভালবাসার প্রিয় পাত্র হয়ে ওঠে,
হাসি আনন্দে মেতে উঠে সামনের দিকে এগিয়ে যায়,পিছনে ফিরে তাকানোর সময় হয়না,ছেলেরা সামনে পিছনে দুরের কথা কোনদিকেই যেতে পারেনা।
উত্তরটা আমার খুব প্রয়োজন--
এড়িয়ে যাবেন না প্লীজ,
প্রশ্নটা সবার কাছে-
এর নামই কি সত্যিকারের জীবন--?