রোজা এলেই করে তারা কত নয় ছয়,
আল্লাহকে রেখে করে মানুষকে ভয়।
পর্দার আড়ালে চলে কত রকম আহার,
মৃত্যু আছে জেনেও তবু ভয় নেই তাহার।
চক্ষু লজ্জা সবি ঢেকে খাবার খায় দিনে,
ভাবেনা কি হিসাব দিবে নামাজ রোজা বিনে।
রোজা না রেখেও সারা বিকাল দাত ঘসে,
ইফতারের মজা খেতে মসজিদেতে বসে।
সবচেয়ে বেশী খায় রাতে খায়না ভাত,
সেহেরিতে না উঠে ঘুমায় সারারাত।
নামাজের খবর নাই আধাবেলা ঘুম,
দিনের বাকিটা সময় চলে খাওয়ার ধুম।
কিছু মানুষের স্বভাব এমনটাই হয়,
রোজার মাসেই তারা করে যত অভিনয়।


-------------------
০৯/০৫/২০২০ইং
রাত-৯.০০টা
নারায়ণগঞ্জ