মন ময়ূরী পেখম মেলে নাচে আমার মনে,
বহু রকম রং বদলিয়ে জ্বালায় ক্ষণে ক্ষণে।
দিবানিশি মনে তার কষ্ট দেওয়ার ফন্দি,
সৌন্দর্যের কারাগারে করল তাই বন্দি।
শর্ত তার সবসময়ই একটু কষ্ট নিতে,
শত রকম অজুহাত একটু সুখ দিতে।
নানান রঙের কারুকাজ রূপের নাই জুড়ি,
দুঃখের জন্যই পুষি  সাধের মন ময়ূরী।