আমার মনকে আমি অনেক ভালোবাসী,
হাসতে বললে আমি প্রাণটা খুলে হাসি।
বাঁধা দেইনা তাকে যা কিছুই করে,
এভাবেই থাকে যেন জীবনের তরে।
অল্পতেই মনটা আমার থাকে অনেক সুখী,
তাইতো শত কষ্টেও মন হয়না কভূ দুঃখী।
বহু দামী অনেক আপন বিধাতার গড়া মন,
যাকে এ মন ভালবাসে সে কত যে আপন।