ল্যাংটা হয়ে এসেছিলে  রক্ত নিয়ে সাথে,
প্রথম কাপড় পড়েছিলে অন্য লোকের হাতে।
ছিলনাতো তখন তোমার লজ্জা আর শরম,
সবকিছুই ছিল তোমার কোমল আর নরম।
জোর পেয়ে এখন তোমার নেই পরম ভক্তি,
ক্ষমতার ছলে দেখাও তুমি কত রকম শক্তি।
তোমার সারা অঙ্গ জুড়েই অহংকারের বাস,
শক্তির বলে অসহায়ের গলায় লাগাও ফাঁস।
একটি বার ভেবে দেখো নীরব নিঝুম রাতে,
শেষ কাপড়টিও পড়বে অন্য লোকের হাতে।