দেহের ভিতর চামচিকারা বেঁধেছে বাসা,
কলিজাটা ভূনা করে খাওয়ার বড় আশা।
প্রতিদিনই গোসল করে রক্তেরই ঝর্ণায়,
নাচ গানে ভেসে বেড়ায় খুশীরও বন্যায়।


কতকাল গাইবি বসে দেহের ভিতর গান,
সুরের মোহে মুগ্ধ হবি  উড়ে যাবে প্রাণ।
তোদের তবু মিটবেনা স্বাদ এতটুকু জানি,
নিচে পড়েও হেসে যাবে স্বপ্নের দেহখানি।