সারা দেশ,খোঁজা শেষ,সুন্দর পরিবেশ,
এর মাঝেই লিখতে হবে স্বপ্নের কবিতা।


সাগর পারি দিলাম,হিমালয়ের চূড়ায় উঠলাম,
ছাতা কে প্যারাসুট বানিয়ে নিচে নামলাম,
চীনের প্রাচীর টপকিয়ে অটোরিক্সায় চড়ে-
হোয়াইট হাউজে গেলাম,
গভীর নিশীতে কবিতা লিখা শুরু করলাম ছন্দ মিলাতে গিয়ে-
জ্ঞান হারিয়ে ফেললাম বারবার।
তবুও থেমে থাকিনি,
কবিতাটা শেষ করতে হবে,
প্রকাশ করতে হবে এই আসরে।


হায় হায় একি,দরজায় কড়া নাড়ার শব্দে
স্বপ্নটাই যে ভেঙ্গে গেল-
আর লিখা হলনা স্বপ্নের কবিতা।