কি হবে আর করোনার কথা ভেবে-
যদি পার আমার মত আতঙ্কিত না হয়ে
সচেতন হও,
তোমার দায়িত্ব কি অন্য কেউ নেবে-
পরিষ্কার পরিচ্ছন্ন থেকে নিজের দায়িত্ব
নিজেই বুঝে লও।
শরীরটাও তোমার জীবনটাও তোমার
তোমাকে দেখে আরেকজন বুঝবে,
সেও তখন একই রাস্তা খুঁজবে।
করোনার সংকট একার নয় সবার,
বিকল্প নেই এখন পরিষ্কার পরিচ্ছন্নতার।


এটা কবিতা নয় লেখাটা শুধু সচেতনতার।