শয়তানি বিচারে দেশদ্রোহীতার অভিযোগ-
এনে রাজাকে দিল মৃত্যুদন্ডের রায়,
ততক্ষণে সে খবর পাশের রাজ্যের রাণী-
আর তার প্রিয় প্রজারা জানতে পায়।
শুরু হল প্রজাদের মনে অন্য এক সংগ্রাম-
করতে হবে রাজাকে মুক্ত,
তাকে না পেলে যে রাজ্য অভিভাবক হীন-
তার সাথে যে স্বাধীনতা যুক্ত।
ইতিমধ্যেই বিশ্ব জেনে গেছে এই রাজা-
সারা বাংলার সকল প্রজার প্রাণ,
বিশ্বাস-সাহস-ভালবাসা দিয়ে এর মাঝেই-
দখল করেছে বিশ্ব সম্রাটের স্থান।
এদিকে মৃত্যুর সামনে বজ্রকন্ঠে রাজার-
সাহসী উচ্চারণ একটা কথা জেনে নিও,
আমি বাঙালি একবার মরে দুইবার মরেনা-
আমার লাশটা বাংলায় পাঠিয়ে দিও।


                  চলবে-----------------