আজ থেকে একশ বছর পূর্বে মধুমতির তীরে
টুঙ্গিপাড়া গ্রামে জন্ম হয়েছিল এক রাজার।
বাবা মায়ের আদরের তাই প্রিয় সবার,
খোকা বলে ডাকলে মন জুড়াতো তাহার।
কে জানতো যুবক বয়সে মন কাড়বে সবার,
বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন পূর্ণ হল তার।
বিপদগামীরা যখন দেশের ভাষাকে
দখল নিতে চাইল সহ্য হলনা তার,
তখন থেকেই নেতৃত্বে সেই রাজা দুর্বার।
শুধু দিয়েই গেল,
বিনিময়ে কি পেল???
এক সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিল---
তার অপরাধ বাংলাকে ভালবাসা,
বাংলার সকল মানুষকে ভালবাসা।