ঊনসত্তরে রাজা যখন দেশের স্বার্থে-
এগারো দফা দিল,
দেশের সেরা শয়তানের দল সবই-
ভিন্ন খাতে নিল।
বীরের বেশেই বলে এলেন রাজা-
দেখবে তাহার শেষ,
তখন থেকেই রাজা রাজ্যের নাম-
ঠিক করলেন "বাংলাদেশ"।
রাজার প্রতি ভালবাসায় হিংসায় মরে-
সব শয়তানের দল,
রাজাকে ঘায়েল করার জন্য কষতে-
থাকে আবার নতুন ছল।
সব কিছু বুঝল রাজা দেশের বিপদ সামনে,
ভাবনা শুরু হল রাজার দেশ বাঁচাবে কেমনে।
বিশ্বাস-সাহস-ভালবাসা বুকে নিয়ে-
স্বাধীনতার ঘোষনা দিল রাজা,
রাজার ঘোষনায় একমত হল সারা-
বাংলার সকল প্রজা।
" এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম-
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম"
বলল রাজা বীরের বেশে,
শয়তানের বুকে ভূমিকম্প শত্রুরা রাজাকে-
করল গ্রেফতার অবশেষে।
অপরাধ রাজার একটাই দেশকে ভালবাসা,
দেশের মানুষকে ভালবাসা।