রাজার রাজ্য বাঁচাতে হায়েনাদের খতম-
করতে প্রজারা অস্ত্র হাতে ধরল,
সকল শ্রেণীর সকল প্রজা সাহসকে পুঁজি-
করে যুদ্ধে নেমে পড়ল।
নির্বিচারে গুলি করে পাখির মত মারতে-
শুরু করল শয়তানের দল,
তবুও প্রজারা পিছু হটেনি এগিয়ে যায় স্বপ্ন-
নিয়ে পাবে একদিন সাহসের ফল।
সবখানে লাশের উপরে লাশ পঁচা গলা-
চিল শকুনে ছিঁড়ে ছিঁড়ে খায়,
রাজার রাজ্যকে স্বাধীন করতে প্রজারা-
নির্দ্বিধায় জীবন দিয়ে যায়।
হায়েনাদের দল বুঝতে পেরেছিল সব-
তাই ভিন্ন এক রাস্তা ধরল,
রাজার বাংলাকে মেধাশূন্য করতে দেখে-
দেখে বুদ্ধিজীবি হত্যা শুরু করল।
দেখেছিল সারা বিশ্ব শয়তান জানোয়ারদের-
অন্য এক নরপশুর রূপ,
৭১'এর এই দিনেই মিরপুর,রায়েরবাগে-
পড়েছিল বুদ্ধিজীবিদের লাশের স্তূপ।


                  চলবে-----------------