সত্য সত্যই সাতচল্লিশ থেকে বায়ান্নর ভাষার
দাবী পর্যন্ত প্রশ্ন রাখি সারা বাংলার মাঝে-
কোথায় ছিলনা রাজা???
বিনিময়ে পেল শুধুই জেল হাজতের সাজা।
বায়ান্ন থেকে ছেষট্টি ছিল রাজার শুধু মাত্র
জেলেই যাওয়া আসা,
অপরাধ রাজার একটাই দেশকে ভালবাসা
দেশের মানুষকে ভালবাসা।
ছেষট্টিতে মুক্ত মনে ছয় দফার দাবী যখন
প্রকাশ করল রাজা,
দেশদ্রোহীদের ঘুম হারাম-
ভাবতে লাগল কেমনে দেবে সাজা।
নীতিতে অটল রাজা প্রিয় হয়ে থাকতে চাইল
সব মানুষের পাশেই,
প্রতিদানে কি পেল জানেনতো সবাই
আটবার গ্রেফতার হল রাজা ছেষট্রির
প্রথম তিন মাসেই।
অপরাধ একটাই দেশকে ভালবাসা,
দেশের মানুষকে ভালবাসা।


                        চলবে------------