চলার আঁকাবাকা পথে কত পড়ে কাঁদা,
আমি সবার মত নই একেবারেই আলাদা।
কারো মন্দ চাইনা আমি সবার ভাল চাই,
এইটুকু করতে গিয়েই দুঃখ শুধু পাই।
সব কষ্টই পাই আমি মানুষের কারনে,
উপকার করিতে বিরত হইনা শত বারনে।
আমার মতে আমার কাজ একাই করে যাই,
দুঃখের সময় চেয়ে দেখি পাশে কেহ নাই।
এই কি থাকে কপালে মোর সবসময় লেখা,
কোনদিন কি পাবনা আমি সুখেরই দেখা--?
আলোর প্রদীপ নিভে যাচ্ছে দুঃখের লাগিয়া,
ভালবাসার পরশ পেলেই উঠবে জাগিয়া।
ভবিষ্যতের পানে শুধু তাকিয়ে যে থাকি,
দুঃখ পেয়েও বারবার শুধু দুঃখকেই ডাকি।
সুখ আমি চাইবোনা যদিও আসে ফিরে,
তাকে রেখেই চলে যাব দুঃখ নামের নীড়ে।
দুঃখ আমার জীবন সাথী,দুঃখ আমার আশা,
দুঃখের মাঝেই খুঁজে নেব সুখের ভালবাসা।