আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
মানুষের কথা ভেবেই কাটতো যাঁর রাতদিন,
যাঁর ভালবাসা ছিল আকাশের মত সীমাহীন,
নিজের কথা যে ভাবেনি কখনো কোনদিন।
যাঁর নাম বাংলার ইতিহাসের পাতায় পাতায়,
সবই স্পষ্ট সৈয়দ শামসুল হকের কবিতায়-
"এই ইতিহাস ভুলে যাবো আজ,আমি কি
তেমন সন্তান/যখন আমার জনকের নাম
শেখ মুজিবর রহমান"।


তাঁকেই খুঁজি যার সাহসে উজ্জীবিত হয়ে
ভীরুরাও বুকে সাহসের বীজ বুনেছিল,
যাঁর প্রতিভায় বিকশিত হয়ে মানুষ ভেতরের
কাপুরুষত্বকে মহাসমুদ্রে ভাসিয়ে দিয়েছিল।
তাহা দেখে বুক ফুলিয়ে যে বলেছিল-"আজ
গর্ব করে বলতে পারি,বাঙালি কাপুরুষ নয়"
যে সেই বাংলার একমাত্র সাহসী বাদশাহ
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!