আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
যে মিশে আছে মায়াবী রাতের আঁধারে
স্নিগ্ধ ভোরের সোনালী দক্ষিণা হাওয়ায়,
যে মিশে আছে লক্ষ কোটি জনতার মাঝে
অসহায় গরীব দুঃখীদের সকল চাওয়ায়।
যার কন্ঠ মিশে আছে লাখো কন্ঠের সাথে।
গৌরী প্রসন্ন মজুমদার লিখেছিলেন
যাকে নিয়ে সেই অমর বাণী-"শোন একটি
মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কন্ঠস্বরের
ধ্বনি-প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রণী
বাংলাদেশ, আমার বাংলাদেশ"।।


তাঁকেই খুঁজি বাংলার মানুষের মুখ মলিন
দেখলে যার মুখ কখনোই হাসতোনা।
লাখো লাখো জনতার সামনে নির্দ্বিধায়
বলেছিল যে কথা-"আমি যদি বাংলার
মানুষের মুখে হাসি ফোটাতে না পারি,আমি
যদি দেখি বাংলার মানুষ দুঃখী,আর যদি
দেখি বাংলার মানুষ পেট ভরে খায় নাই
তাহলে আমি শান্তিতে মরতে পারবনা"।
যে সেই আপামর জনতার প্রাণের মানুষ
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!