আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
বাংলাদেশকে জানতে হলে সবার আগে
জানতে হবে যাকে,
আপামর জনতার হৃদয়ের ভালবাসার ছায়া
সারাক্ষণই ঘিরে রাখতো যাকে।
ত্যাগ সাহসিকতা আর রাষ্ট্রের প্রতি
ভালবাসা যাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়।
পশ্চিম জার্মানী পত্রিকায় তা স্পষ্টই ছিল-
"শেখ মুজিবকে চতুর্দশ লুই য়ের সাথে
তুলনা করা যায়।জনগন তার কাছে এত
প্রিয় ছিল যে লুই ইয়ের মত তিনি এ দাবী
করতে পারেন আমি ই রাষ্ট্র"।


তাঁকেই খুঁজি দেশের মানুষের ভালবাসা সদা
ভাবিয়ে তুলতো যাকে।
অন্ধকার কারাগারে থেকেও যে ভাবতো
রাষ্ট্রের মানুষের ভালোবাসার কথা।
এ গভীর ভাবটুকুও প্রকাশ করতে পারে যে-
" কোন জেল জুলুমই কোনদিন আমাকে
টলাতে পারেনি,কিন্তু মানুষের ভালবাসা
আমাকে বিব্রত করে তুলেছে"।
যে সেই সত্যিকারের শ্রেষ্ঠ রাষ্ট্র প্রেমিক
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!