আমি তাকেই খুঁজি,আমি তাকেই খুঁজি!!!
যার কাছে ছিলনা কোন দল
ছিলনা কোন মনে কোন অহংকার
ছিল শুধু একটি বড় পরিচয় গর্ব করে-
বলত আমি বাঙ্গালী,
তাকেই খুঁজি যে গরীবের মাঝে নিজেকে
বিলীন করে বুকে জড়িয়ে বলতেন
আমি তোমাদের কাছে কিছুই চাইনা-
আমি ভালোবাসার কাঙ্গালী।


তাকেই খুঁজি যে সাতকোটি মানুষের উপর
অকৃত্রিম বিশ্বাস আর নিশ্চিত জয়ের আশা
রেখে নির্ভয়ে বলতে পারে-
"প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো"
যার এ বাণী বুকে ধারন করে বাঙ্গালীরা
দুটি শূন্য হাতকে অস্ত্র বানিয়ছিল
শত্রুর দুর্গে কাপন ধরিয়েছিল
আমি তাকেই খুঁজি,আমি তাকেই খুঁজি!!!