আমি তাকেই খুঁজি,আমি তাকেই খুঁজি!!!
যার প্রতিদিন ঘুম ভাঙ্গার পর মনে
আসতো দেশের মানুষের ভাবনা
দিন শেষ হতো সেই ভাবনায় যে-
আজীবন বাংলার মানুষের পাশে রবে,
যে দেশের মানুষকে সাহসী করতে বুলেটের
গতিতে হুঙ্কার দিয়ে বলতে পারে-
"তোমাদের যা কিছু আছে তাই নিয়েই
শত্রুর মোকাবেলা করতে হবে "।


তাকেই খুঁজি যার এ বাণীই কোটি কোটি
মানুষের বুকে সাহসের বীজ বুনেছিল
নেমেছিল রাজপথে কাঁপিয়েছিল শত্রু দুর্গ,
হটেছিল শত্রুসেনা উড়েছিল আকাশের
বুকে লাল সবুজ পতাকা আর বাংলা
পেয়েছিল স্বাধীনতা নামের স্বর্গ।
যে সেই অপরাজিত স্বপ্নের নায়ক-
আমি তাকেই খুঁজি,আমি তাকেই খুঁজি!!!