আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
পৃথিবীর লাখো সালাম যাঁর আদর্শের প্রতি,
যাঁর জন্য পারেনি শত্রুরাও করতে ক্ষতি।
যাঁর নামটি বাংলাদেশের সকল স্থানে লেখা,
যাঁর আদর্শেই দেশপ্রেমিকের সব স্বপ্ন দেখা।
যাকে নিয়ে অসীম সাহার অপূর্ব এ লেখা-
"যতদিন এই দেশমাটি আছে,আছে নদী
মধুমতি/ততোদিন জাতি শ্রদ্ধা জানাবে,
জনক তোমার প্রতি"।


তাঁকেই খুঁজি যাঁর জন্যই বাঙালি জাতির
গর্বের নাইকো শেষ,
যাঁর জন্যই সৃষ্টি হল আজকের অপূর্ব
এই বাংলাদেশ।
যাঁর সাহসে অবাক বিশ্ব,আরো অবাক দেখে
বদলানো রাতারাতি,
যে বলিষ্ঠ কন্ঠে বিশ্বকে শুনিয়েছিল বাণী-
"বাঙালি জাতি ভীরু নয়,
বাঙালি জাতি দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ জাতি"।
যে সেই সাহসী বাংলার একমাত্র সুলতান
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!