আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
স্নিগ্ধ নিশীতে ঝলমলে তারাদের মেলাতে,
আঁধার রাতের মায়াবী চাঁদের আলোতে।
ঝিঁঝি পোকার সুরেলা মধুর গুঞ্জনে,
আকাশে উড়ন্ত বুনো পায়রার আলিঙ্গনে।
বাঙালির বুকে যে মিশে আছে মায়ার বাঁধনে,
বিশ্ব যাকে চিনেছিল সাহসী অসাধ্য সাধনে।
যাকে নিয়ে প্রিয়কবি জসীমউদ্দিন লিখেছেন-
"তারা যা পারেনি তুমি তা করেছ,
ধর্মে ধর্মে আর,জাতিতে জাতিতে ভুলিয়াছে
ভেদ সন্তান বাংলার"।


তাঁকেই খুঁজি দুরন্ত দুর্জয় অমর বাণী জয়
বাংলার সকল স্লোগানে।
দেশদ্রোহীদের বিরুদ্ধে দেশপ্রেমিকদের
সকল হুঙ্কারের মাঝে।
শত্রুদের বুক কাঁপাতে প্রকাশ্যে যাঁর বাণী-
"বাংলার মাটি দুর্জয় ঘাঁটি,
জেনে নিক দুর্বৃত্তেরা"
যে সেই জয় বাংলার অপরাজেয় সৈনিক
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!