আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
যাঁর মধ্যেই ছিল সাতকোটি বাঙালির প্রাণ,
যাঁর বুক ফাটিতো হলে গরীবের অসম্মান।
যাঁর নাম যুদ্ধের ইতিহাসে স্বর্নাক্ষরে লেখা,
যাঁর আদর্শেই দেশকে ভালবাসতে শেখা।
যাঁর সহ্য হতোনা কভু বাংলার অপমান,
কবি জসীমউদ্দিনের লেখা-"মুজিবর রহমান,
ওইনামে যেন বিসুভিয়াসের অগ্নি উদারী বান


তাঁকেই খুঁজি যে ছাড়া নেই স্বাধীনতার দাম,
যাঁর মধ্যেই দৃশ্যমান সোনার বাংলার নাম।
শত্রুর চোখে চোখ রেখে যে বলতে পারে-
"আমার মৃত্যু আসে যদি আমি হাসতে
হাসতে যাবো আমার বাঙালি জাতকে
অপমান করে যাবোনা"।
যে সেই বাংলার একমাত্র সাহসী শাহেনশাহ
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!