আমি তাকেই খুঁজি,আমি তাকেই খুঁজি!!!
যার বলিষ্ঠ হুঙ্কারই কোটি কোটি জনতাকে
বীর বানিয়ে শত্রুর মাটিতে -
ফেলেছিল বজ্রপাত,
যার আঙ্গুলের কারুকার্য দেখে শয়তানরাও
স্তব্ধ হয়ে যেত আর ভয়ে -
জেগে থাকতো সারারাত।
তাকেই খুঁজি যার অসীম সাহসের গুণে
তুফানের বেগে উচ্ছারিত হয়-
"তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত
থাক,তা দিয়েই শত্রুর মোকাবেলা
করতে হবে"


তাকেই খুঁজি যে দেশের স্বার্থে আপোস
করেনি শত্রুর সাথে কোনদিন-
করেনি মৃত্যুভয়,
ফাঁসির দড়ি সামনে নিয়েও বিচলিত হয়না
দেশের কথা ভেবে জনগণের কথা কয়-
নিজের কথা নয়।
আমি তাকেই খুঁজি,আমি তাকেই খুঁজি!!!