তাঁকেই খুঁজি যে সাতচল্লিশ থেকে দীপ্ত পায়ে
উল্কা গতিতে পার করেছে বায়ান্নর ঘর,
তাঁকেই খুঁজি যে উনসত্তরের দাবনলে পুড়ে
একাত্তরে তুলেছিল সারা বাংলায় ঝড়।
যে আতঙ্কে শত্রুদের দুর্গ হয়েছিল নড়বড়,
সে চিন্তায় শত্রুর বুক সদা করত ধরফর।


তাঁকেই খুঁজি যার একটি কথা সারাক্ষণ-
আমার মগজের ঘরে ছুটাছুটি করে,
"আমি প্রধানমন্ত্রীত্ব চাইনা-
আমি এদেশের মানুষের অধিকার চাই"।
তাকেই খুঁজি যার বলিষ্ঠ কন্ঠ শুনে-
মন প্রাণ জুড়িয়ে যায়,
সারাজীবনের তৃঞ্চা মিটে যায়,
উচ্ছল অজর ৭ই মার্চের ঐতিহাসিক
ভাষণের প্রতিটি পঙক্তিতে-
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!