তোমার দুটি চোখের দৃষ্টি-
                     যেন ঠিক হরিনীর মত,
যেন বিধাতার নিজ হাতে সৃষ্টি-
                     বুঝেছি মায়া আছে কত।
বনলতার সাথে তুলনা করলে-
                     হয়তো আমার হবে ভূল,
চোখ দুটি বায়না ধরলে-
                     এক হবে দুই কূল।
কাজল কাল নয়ন মনি-
                  আলো আঁধারের স্বপ্নে ঘেরা,
তুলনা চলেনা কারো সাথে-
                  দৃষ্টি তোমার সবার সেরা।
মায়ায় ভরা দুটি চোখ-
                  নীল আকাশের নীল তারা,
পাগল কিন্তু বহু লোক-
                  নিঃস্ব আমি তোমায় ছাড়া।