জীবন মরণ তোমার হাতে ইচ্ছে করলেই-
বাচাঁতে পারো আবার পারো মারতে,
তোমার প্রতি যে মায়ার টানে হাত ধরেছি-
জেনে রেখ তা কোনদিন পারবোনা ছাড়তে।
এই দুনিয়ায় মানুষ কতকিছুই তো চায়-
আমি শুধু চাই যে তোমায়,
তোমার বুকের মধ্যখানে প্রাণের মত-
যত্ন করে আপন করে রেখ আমায়।
দুই নয়নের সামনে যখন তুমি থাক-
আর দেখেছি দুনিয়া গেছে সরে,
বিশ্বাস কর তোমার ছোয়ায় মনে হয়েছে-
আমাকে দিয়েছ তুমি অমর করে।
তোমায় পেয়েছি অনেক কষ্ট করে-
আমার দুটি চোখের তারায়,
বিধাতার কাছে এই প্রার্থনাই করি-
এই সুখ যেন কখনও না হারায়।
বিশ্বাস কর স্বাদ মিটেনা আমার-
সারাক্ষণ এত করেও আদর,
মনটা চায় তোমাকে বুকের মাঝে-
জড়িয়ে রাখি শত শত বছর।
যখন তুমি আদর করে যত্ন করে-
আমায় টেনে নাও বুকে,
তখন মনে হয় কোন কষ্ট নেই আমার-
রয়েছি আমি সবচেয়ে সুখে।
যেদিকেই তাকাই আমি তোমাকেই দেখি-
তাই অন্য কিছুই খুঁজিনা,
মনের সব ভালবাসা উজার করে দিয়েছি-
তাই তুমি ছাড়া কিছু বুঝিনা।
তুমি যখন আমার বুকে এসে বলেছ-
ভালবাসী তোমায়,তুমি আমার জান,
তখন মন থেকে সব কষ্ট দূর হয়েছে কারন-
তুমি আমার জান তুমি আমার প্রাণ।