আকাশে বিজলী চমকালে যেমন-
পৃথিবী আলোকিত হয়ে যায়,
তোমার দৃষ্টির আলোতে তেমনি-
আমি আলোকিত হয়ে গেছি।
সমুদ্রে ঢেউ উঠলে যেমন-
সমুদ্র উত্তাল হয়ে যায়,
তোমার দিকে তাকিয়ে তেমনি-
আমি পাগল হয়ে গেছি।
বৃষ্টি এলে বনের পাখি যেমন-
নীড়ে ফিরে যেতে চায়,
তোমার সুমধুর কন্ঠ শুনে তেমনি-
তোমার কাছে যেতে চেয়েছি।
ফুল দেখলে মানুষ যেমন-
সৌন্দর্য উপভোগ করতে চায়,
তোমার আশ্বাসে মন তেমনি-
ডুবতে চায় দৃষ্টির গভীরতায়।
ভালবাসা পাওয়ার জন্য যেমন-
মন মানুষ হয় প্রয়োজন,
তোমাকে পাওয়ার আশায় তেমনি-
অপেক্ষায় আমার এই উদাসী মন।