ভালোবাসা মানে হরেক রকম ফুল ঝুড়ি,
ভালোবাসা মানে দশ টাকার  ঝালমুড়ি।
ভালোবাসা মানে এইডে থুইয়া হেইডে লও,
ভালোবাসা মানে আজারাইরা সব কথা কও।
ভালোবাসা মানে মন বৈরাগীর সাধের লাউ,
ভালোবাসা মানে শুকনো নদীতে বৈঠা বাও।
ভালোবাসা মানে আউলা ঝাউলা রাস্তা চলা,
ভালোবাসা মানে না জেনেও ইংরেজী বলা।
ভালোবাসা মানে দুইটি ডালে একটি পাখি,
ভালোবাসা মানে মাঝে মাঝেই স্কুল ফাঁকি।


======================
এক বন্ধুর রিকুয়েস্টে কিছু গ্রামের ভাষা-
এইডে থুইয়া হেইডে>এটা রেখে সেটা।
আজাইরা >অযথা।
আউলা ঝাউলা>এলো মেলো।