মন পবনের নাও ডুবাবো
                      তোমার চোখের নীলে,
সকাল সন্ধা কাটবো সাতার-
                      তোমার প্রেমের ঝিলে।
প্রেম তরীতে উড়াবো তোমার-
                      ভালবাসার পাল,
মন নদীতে ফেলবো মোরা-
                      উষ্ণ প্রেমের জাল।
দুই ধারের প্রকৃতি থাকবে শুধু চেয়ে,
প্রেম নদী ধন্য হবে তোমায় কাছে পেয়ে।
ছোট ছোট বালুকনা দেখবে অবাক দৃষ্টিতে,
দুচোখ তাদের বন্ধ হবে ভালবাসার বৃষ্টিতে।
মধ্যনদীর শাপলা দেব তোমার মাথায় গুঁজে,
রাঙা ওষ্ঠে চুমু দেব মিষ্টি দুচোখ বুজে।
সব দৃশ্যই অবলোকন করবে নদীর কূল,
তুমি আমি নদীতে ফোটা স্নিগ্ধ প্রেমের ফুল।
মিষ্টি সুভাস ছড়িয়ে দেব-
                        সারা নদীর মাঝে,
প্রাণ মাতাব ঢেউয়ের সাথে-
                        সকাল সন্ধা সাঁঝে।
থাকবেনা কেউ মন নদীতে তুমি আমি ছাড়া,
প্রেম উত্তাপে সেই নদীতে বইবে জলধারা।