আকাশের দিকে তাকালে শূন্য মনে হয়
একাকীত্ব সব অনুভব করা যায়,
সমুদ্রের দিকে তাকালে পরিপূর্ণ মনে হয়
তাহলে কি সব কষ্ট উদাসীনতায়?
আগুনের দিকে তাকালে ঈর্ষা মনে হয়
দুঃখ কখনো যায় না ভোলা,
প্রেমিক-প্রেমিকা দেখলে প্রশ্ন মনে হয়
হৃদয়ের দরজা কার জন্য খোলা?
চাঁদের দিকে তাকালে হাসি মনে হয়
মায়াবী ওই চাঁদ মুখের হাসি,
জোড়া পায়রা দেখলে প্রেম মনে হয়
কিন্তু কাকে বলবো আমি ভালোবাসি?
ঝর্ণার দিকে তাকালে ধন্য মনে হয়
ওই দুটি চোখের অশ্রু হলে তুমি,
পাহাড়ের দিকে তাকালে নিঃস্ব মনে হয়
বড় একা কি শুধুই আমি?
রাতের দিকে তাকালে অতীত মনে হয়
সবই যেন তোমার হাতের কাজ,
তোমার দিকে তাকালে আশা মনে হয়
কবে পরাবো মাথায় ভালোবাসার তাজ?