উত্তাল ৭'ই মার্চে শিউরে উঠে নিরীহ গাঁ,
এই দিনটির অপেক্ষায় প্রিয় জন্মভূমি মা।
কানে সদা ভাসে মহানায়ক বঙ্গবন্ধুর ভাষণ,
বলিষ্ঠ তেজদীপ্ত কন্ঠ থেকে ঝরছে আগুন।
সে ফুলকি ছড়িয়ে পড়েছে উত্তপ্ত বাংলায়,
দেশপ্রেমিকরা সবসময় তাই শুনতে পায়।
যার স্পর্শে নিরীহ বাঙালি হল বীর যোদ্ধা,
মুছতে পারবে না কভু দেশের সব বোদ্ধা।
মরু বুকে জন্ম নিল সাহস নামের বটবৃক্ষ,
বুলেটের সামনে প্রাচীর যার বিশাল বক্ষ।
৭'ই মার্চ নিয়ে কোন লেখা শেষ হবার নয়,
এ যে সূচনার দিন জয় বাংলা বাংলার জয়।
দিনটি স্বীকার করে যে নিতে পারবে ফাঁসি,
নিঃসন্দেহে বলতে পারব তাঁদের ভালবাসি।


এই দিনে কিছু শৃগাল ছুটে বাঘের মত,
হুক্কা হুয়া করে মাতায় বন জঙ্গল যত।
সারাটি বছর থাকে তারা ইঁদুরেরই গর্তে,
এক দিনই দেখা যায় ছবি তোলার শর্তে।
নেতা হতে এই দিনে হুমড়ি খেয়ে পড়ে,
বাকী সময় জারজরা বেঁচে থাকতে মরে।
বঙ্গবন্ধুর সোনার বাংলায় তোদের ঠাঁই নাই,
তোদের মত শৃগালদের থু ধ্বিক্কার জানাই।