হয়তো আবার দেখা হবে
দেখা হবে তোমার সাথে;
সময়ের স্রোতে ভেসে
জীবন নদীর অজানা কোন বাঁকে,
হয়তো আবার দেখা হবে
দেখা হবে তোমার সাথে।


হয়তো তখন তুমি রাতজাগাপাখি হবে।
এক সমুদ্র যন্ত্রণাকে সাক্ষী রেখে
নিস্তব্ধ রাতের বুক চিরে উড়ে যাবে অন্য কোন বাসায়,
অন্য কোন অভিসারে;
আমি তখন লালমাটির ধুলো ধূসরিত পথ ফেলে
মন্থরগতিতে মিশে যাব সাগর সঙ্গমে,
জীবনস্মৃতির সুক্ষ সুক্ষ বালুকণা দিয়ে গড়ে তুলবো;
চেতনার কোন এক সবুজ দ্বীপ
আমার জীবন নদীর মোহনায়।


হয়তো তখন আবার দেখা হবে
দেখা হবে তোমার সাথে;
সময়ের স্রোতে ভেসে
আবেগের কোন এক গোধূলি বেলায়
জীবন নদীর অজানা কোন দ্বীপে।
হয়তো আবার দেখা হবে
দেখা হবে তোমার সাথে।