পার্থিব চাওয়া পাওয়ার বৃত্ত সম্পূর্ণ হলে
কোন একদিন ফিরে এসো আমার কাছে।
সেদিন দিগন্ত বিস্তৃত গোধূলির ম্লান আলোয়
রাঙিয়ে দেব তোমাকে।
উদাসীন কোন প্রেমিকের মত
তোমার বুকে জাগিয়ে তুলবো
উচ্ছল জলতরঙ্গের ঢেউ।
ময়ূরপঙ্খী জ্যোৎস্নার মায়াবী আলোয়
ভিজিয়ে দেব তোমাকে।
মায়া-মহলের বিষাদ সুরে বেজে উঠবে
অলৌকিক কোন একতারা-র সুর।
তখন না হয় আমার মননশীল মনের মধ্যে লুকিয়ে থাকা
এলোমেলো ভাবনার দিনলিপি মুছে,
অনাদিকালের নূপুরের ঢেউয়ের ক্যানভাসে
তুমি এঁকে নিও
তোমার নিজস্ব এক টুকরো পৃথিবী,
ঠিক নিজের মত করে।
পার্থিব চাওয়া পাওয়ার বৃত্ত সম্পূর্ণ হলে
কোন একদিন ফিরে এসো,
ফিরে এসো আমার কাছে।